পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, মেধা আল্লাহর নিয়ামত এটাকে সবাই ব্যবহার করতে হবে। দেশের তরুন যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণে উৎসাহিত করতে পারলে সবাইকে কাজে লাগিয়ে জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নিজের মেধাকে কাজে লাগিয়ে ঘরে বসে ইন্টারেটের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। কম্পিউটার প্রশিক্ষণে নিজেদের জীবন মান উন্নয়নের একটি হাতিয়ার। তাই কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, দেশের একটি জনগোষ্ঠি চাকুরী ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিকের উপরে টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই বয়স হয়ে গেছে। না হলে আমিও তোমাদের মতো কম্পিটার প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ীতে বসে আউট সোর্সিং করতাম। নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের কাজ, নিজের জীবন জীবিকার জন্য অন্যের উপর নির্ভশীল হওয়া মুল্যহীন।
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় (৫ মে) শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শান্তিগঞ্জের আয়োজেন ৪০ জন প্রশিক্ষানার্থীদের ০২(দুই) মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহানুর আলম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ দাস,শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল মাহমুদ সুহেল, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।