কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম বাদলের বিরুদ্ধে ( ৮মে) মিথ্যা অভিযোগ এনে স্কুলের মাঠে একটি মানববন্ধন করে। এ অপপ্রচারের প্রতিবাদে আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে রামনগর গ্রামের অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারেত প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম বাদল সাহেব নাকি নিয়মিত স্কুলে আসেনা এবং যথা সময় বিদ্যালয় ত্যাগ করেনা ও স্কুলের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ইত্যাদি অভিযোগ করে মানববন্ধন করে এলাকায় বদনাম ছড়িয়েছে একটি কুচক্রী মহল। যারা সেদিন বক্তব্যে দিয়েছে তারা কেউ অভিভাবক না। অন্য গ্রাম থেকে লোক এনে মানববন্ধন করে। সফিকুল স্কুলে যোগদানের পর থেকে স্কুলের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা যেমন স্কুলমুখী হয়েছে তেমনই অভিভাবকরাও শিক্ষার ব্যাপারে সচেতন হয়েছে। এমন অবস্থায় একটি কুচক্রী মহল প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করে প্রধান শিক্ষককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। মানববন্ধনের মাধ্যমে এসকল অভিযোগের প্রতিবাদ জানান এলাকাবাসী। বক্তারা আরও বলেন, গুনধর উচ্চবিদ্যালয়ের শিক্ষক এ গ্রামের সন্তান সুজন মাস্টার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে আসতে চায় কিন্তু সরকারি বিধিতে বলা আছে স্কুলের নিকটতম কোন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকে শিক্ষক প্রতিনিধি রাখতে হবে। এ কারণে তার যোগসাজশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অপপ্রচার। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও জয়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদিস মিয়া, শিক্ষার্থীর অভিভাবক মরিয়ম বেগম, সাইদুল হক ধনু, রত্না আক্তার, মোঃ সাহাবুদ্দিন, এলাকাবাসি নুরুল হক, মোছাঃ ফাতেমা প্রমুখ। এ সুজন মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।