ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজির যাত্রী সিরাজ মিয়া নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রীসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয়েছে ঢাকায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত সিরাজ মিয়া (৬৮) সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌণে ৯ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসস্ট্যাণ্ড এলাকায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন যাত্রী নিহত এবং আহত হন নিহতের স্ত্রীসহ পাঁচজন। আহতেরা হলেন, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২), কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২), তার স্ত্রী নূপুর আক্তার (২২) এবং তাদের সন্তান গোলাম জিলানী (৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তন্মধ্য নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করাসহ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও পালিয়েছে এর চালক।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদশর্ক (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো সিএনজিকে চাপা দিলে ঘটে এই হতাহতের ঘটনা। আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানোসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।'