ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

কাউনিয়ায় খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া

সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ অগাস্ট ২০২৪ ০৮:৪৯:০০ অপরাহ্ন | রংপুর
রংপুরের কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কূর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার আহব্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা,উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আক্তারুজ্জামান মন্ডল, আতিকুল ইসলাম সোহাগ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের নিপীড়ন-নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বক্তারা, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের দাবি জানান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।