ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

কিডনী রোগীর সাদেক হোসেনের চিকিৎসার জন্য সংগৃহীত ১৯ লাখ ৪৮ হাজার টাকা তার পরিবারের কাছে হস্তান্তর

আব্বাস সিদ্দিকী কুতুবদিয়া | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০:০২:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
কিডনী রোগে আক্রান্ত সাদেক হোসেনের জীবন বাঁচাতে কুতুবদিয়াসহ দেশ বিদেশের মানুষের কাছ থেকে দান হিসেবে প্রাপ্ত ১৯ লাখ ৪৮ হাজার টাকা গত ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে বড়ঘোপ বাজারের বেলাভূমি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবক সদস্যদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন, ফোরকান উদ্দিন, শাহাব উদ্দিন,  হেলাল উদ্দিন কুতুবী, নুরুল আজম কুতুবী, নাজমুল হুদা সাকিব ও সাংবাদিকসহ স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য, দৈনিক বায়ান্ন পত্রিকায় " বাঁচতে চাই কুতুবদিয়ার শিশু সাদেক " শিরোনামে প্রকাশিত হলে   কুতুবদিয়ার স্বেচ্ছাসেবক সংগঠনসহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানবিক মানুষের সহযোগিতায় সংগৃহীত ১৯ লাখ ৪৮ হাজার টাকা তার বাবা নুরুল হোছাইনের কাছে হস্তান্তর করেন।  উক্ত টাকা দিয়ে ভারতে চিকিৎসা করে শিশু সাদেক হোসেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই সবার প্রত্যাশা।