কুতুবদিয়া উপজেলার কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাছির উদ্দীন মৃত্যুবরণ করেছেন এবং মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও মরহুমের পরিবার সূত্রে জানা যায়, মো. নাছির উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১২ টায় মারা যান। গত মঙ্গলবার (১৯ জুলাই) রাতে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৪৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে পরদিন মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর আমজাখালী জামে মসজিদ মাঠে মরহুম শিক্ষক মো. নাছির উদ্দীনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত হয়ে মো. নাছির উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করে ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয় বিশিষ্টজনেরা।
ব্যক্তি জীবনে মো. নাছির উদ্দীন আওয়ামী লীগের কর্মী হলেও দলমত নির্বিশেষে সর্বসাধারণের প্রতি ছিলো খুবই মিশুক এবং খুবই ভালো ব্যবহারের অধিকারী। বিধায় বৃষ্টিতে ভিজে তার জানাজার নামাজে উপস্থিত মানুষের সংখ্যা ছিলো উল্লেখযোগ্য পরিমাণ এবং চোখে পরার মতো।