ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় জুয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২০ মে ২০২৩ ১১:০৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর


উত্তপ্ত কুষ্টিয়ায় উত্তেজনা চলমান। শুক্রবার (১৯ মে) রাত ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেগেলো ত্রিপল খুনের ঘটনা।

কুষ্টিয়া সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকায় ক্যারাম বোর্ড খেলা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের দুইজন নিহত ও ১১ জন আহত হয়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

নিহতাহলেন, বোয়ালদহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও একই এলাকার শুকরান সদদারের ছেলে মিরাজ সদদার (৫০)। গুরুতর আহত দুইজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (১৯ মে) রাত আনুমানিক ১০ টার সময় হরিপুর কান্তিনগর মোড়ে ক্যারাম বোর্ডে জুয়া খেলা চলছিলো। খেলার এক পর্যায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু'পক্ষই। এরপর তারা স্থানীয় মান্নান গাইন ও সাহেব আলী গ্রুপের ছত্রছায়ায় চলেগেলে উত্তেজনা চূড়ান্ত রুপনেয়, বাধে দুই গ্রুপের সংঘর্ষ। দুইগ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত  সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ থেকে ১২ জন আহত ও উভয় গ্রুপের ২ জন নিহত হয়। এদের মধ্যে অন্তত ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন, বাকী গুলো স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। দুই জনের অবস্থা আশংকাজনক। অনেকের ধারনা ক্যারাম খেলা কেন্দ্র করে চলে জুয়া ও মাদকের আড্ডা। এই সংঘর্ষের জন্য মাদক ১ নাস্বারে দায়ী।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন জানান, হরিপুরে সন্ধার পর থেকেই ক্যারাম খেলার জুয়া নিয়ে উত্তেজনা চলছিলো। এক পর্যায়ে চূড়ান্ত সংঘর্ষ বাধে। এতে ১২ জন আহত ও দুই জন নিহত হয়। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এ রিপোর্ট লেখা সময় আহত আরো একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।