শুক্রবার (12মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা জয়পুরহাট জেলার কালাই উপজেলা শাখার সদস্যরা কাচাকুল গ্রামের এক কৃষকের 50 শতাংশ জমির ধান কাটেন। এ সময় শুভসংঘের সভাপতি এম রাসল আহমেদ এর নেতৃত্বে ধানগুলো কাটা হয়। এছাড়া কালাই শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সহ সভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ। শুভ কাজ সবার পাশে এই শ্লোগানকে সামনে রেখে ধান কাটায় অংশগ্রহন করেন তারা। এলাকার মানুষ জানায় জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। গ্রামে এলাকার এক কৃষকের 50 শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি ঐ কৃষক।
ঐ কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। শুভসংঘের সদস্যরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
যুগ্ম সাধারন রনি জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় শুভসংঘের সভাপতি ও সম্পাদকের নির্দেশে প্রচার সম্পাদক আরমান হোসেন ও মোর্শেদুল ইসলাম এর নেতৃত্বে ক্ষেতলাল উপজেলার কাচাকুল গ্রামে এক কৃষকের 5০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।যতদিন পর্যন্ত ধান কাটার মৌসুম চলবে, ততদিনে পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতি এম রাসেল আহমেদ বলেন, আমরা দুর্যোগে দুর্বিপাকে শুধু নয় কৃষকের উন্নয়নে কৃষি বিপ্লব বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে স্মার্ট এগ্রিকালচারের সন্নিবেশের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা বোরো মৌসুমে ধান কেটে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তরুণদের কৃষি-প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি অর্থনীতিতে উদ্বুদ্ধ করতে চাই। আমরা শুভকাজে সবার পাশে থাকতে চাই।
এম সময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তাক আহমেদ, শামীম আহমেদ, আল আমিন, মেহেদী হাসান, আম্মার হোসেন, মেসকাত হোসেন, আঃ রউফ, আল আমিন শেখ, মোর্শেদুল ইসলাম সুজন প্রমুখ।