ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ক্যাম্পাস ছিল জুলাই আগস্ট আন্দোলনের মেইন প্লেগার্ড: প্রেস সচিব শফিকুল আলম

আকিব সুলতান অর্নব, জাবি | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ১২:৫৫:০০ অপরাহ্ন | শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৫ সেশনের নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ক্যাম্পাস ছিল জুলাই-আগস্ট আন্দোলনের মেইন প্লেগার্ড। আপনাদের আত্মত্যাগে বলীয়ান হয়ে আমরা যারা সিনিয়র সিটিজেন তারা আন্দোলনে নেমেছি।’

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়।

এসময় নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন ২০২৩-২৪ সেশনে সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু থেকে দায়িত্ব বুঝে নেন ২০২৫ সেশনের নতুন কমিটির সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ক্যাম্পাস ছিল জুলাই আগস্ট আন্দোলনের মেইন প্লেগার্ড। আপনাদের আত্মত্যাগে বলীয়ান হয়ে আমরা যারা সিনিয়র সিটিজেন তারা আন্দোলনে নেমেছি। নতুন ভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করেছি। এটার ভালো ব্যবহার করার জন্য সাংবাদিকদের অবশ্যই গুরুত্বপূর্ণ পালন করতে হবে। দেশের সব ধরনের অনিয়ম নিয়ে লিখতে হবে, সব জায়গায় প্রশ্ন তুলতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সংস্কারে সাংবাদিকদের অবদান রাখতে হবে’।

পিআইবি’র পরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘আন্দোলনে অনেক ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ভূমিকা রেখেছে। যেখানে এ ক্যাম্পাসের সাংবাদিকদেরও বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তবে সাংবাদিকতায় এই ত্যাগের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। সাংবাদিকদের দক্ষতা ও নৈতিকতার সমন্বয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ তাদের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত রয়েছে’।

তিনি আরও বলেন, এদেশে প্রায় ১৫-২০ বছর ধরে গণতন্ত্রের একটি লড়াই চলছে। সেটা এখন একটি বিজয় অর্জনের দিকে যাচ্ছে। কিন্তু সেটা যদি কখনো ভুল পথে চলে যায় তাহলে সেটা দেশ ও বিশ্ববাসীকে জানানোর দায়িত্ব সাংবাদিকদের’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দীর্ঘদিনের এ পথ চলায় তাদের অবদান অসামান্য। বিশেষ করে ২৪’র অভ্যুত্থানে তাদের ভূমিকা আমরা দেখেছি। আশা করি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের এই গৌরবজ্জল পেশাদারিত্বের ধারা অব্যাহত থাকবে’।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যাক্ষ আব্দুর রব, জাবিসাস কার্যকরী পরিষদ ২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খো. লুৎফুল এলাহী, সহ-কমিশনার সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ