ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

খুলনায় ভূয়া সংসদ সদস্য গ্রেপ্তার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ২১ নভেম্বর ২০২২ ০৯:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ নাঈম গাজী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রোববার দুপুরে খুলনা মহানগরীর গোবরচাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

র‌্যাব-৬ এর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে এক ব্যক্তি নিজেকে সংসদ সদস্য বলে পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায় একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। ওই অসুস্থ ব্যক্তি ফোন দিলে প্রধান শিক্ষক যেন ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা তুলে তাকে প্রদান করেন। কথিত অসুস্থ ব্যক্তি প্রধান শিক্ষককে ফোন দিলে প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে ওই ব্যক্তিকে বেশ কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেন। পরবর্তিতে ওই ব্যক্তি একাধিকবার সাহায্যের জন্য ফোন দিলে প্রধান শিক্ষকের মনে সন্দেহ হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক র‌্যাব-৬ বরাবরে অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সংসদ সদস্যের ভূয়া পরিচয় ব্যবহারকারীকে সনাক্ত করে।

রোববার দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোঃ নাঈম গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পরে প্রধান শিক্ষক বাদী হয়ে র‌্যাবের সহায়তায় খুলনার খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। জব্দ করা আলামত এবং গ্রেপ্তার আসামীকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।