ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

গণপরিবহন চলাচলের দাবীতে বাউফলে মানবন্ধন

জাহিদ শিকদার : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ ০৭:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

ঢাকা থে‌কে বাউফল-দশমিনা-গলাচিপা ও দুমকি উপজেলার সাথে সরাসরি বাস চলাচল বন্ধের প্রতিবাদে ও পুন:রায় চলাচলের দাবীতে বাউফলে  মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি এলাবাসীর ব্যানারে সোমবার সকালে বাউফল নওমালা বাসস্ট্যান্ড এলাকায় এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।
 
মানববন্ধনে ক‌য়কশত লোক অংশগ্রহণ ক‌রেন ।  
মানবন্ধনে বক্তব্য রাখেন এম এম আবু সাঈদ তিনি প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী র দৃষ্টি আকর্ষণ করে অনতি বিলম্বে এই চার উপজেলায় সাথে ঢাকার সরাসরি বাস চলাচলের দাবী করেন। 
 
বক্তারা আরও ব‌লেন,  পদ্মা সেতু চালু হওয়ার পরপরই  বরিশাল ও পটুয়াখালী বাস মালিক সমিতি বাউফল দুমকি  দশমিনা গলাচিপা রুটের গণপরিবহন বন্ধ ক‌রে দেন। এতে বিপা‌কে প‌ড়েন ৪টি উপ‌জেলার সাধারণ যাত্রীরা। 
উল্লেখ‌্য, ২০০০ সাল থেকে এই রু‌টে গণপরিবহন চ‌লে আস‌ছিল। গত ৭মাসের বে‌শি সময় ধ‌রে চারটি উপজেলার প্রায় ১৪ লক্ষ  মানুষ ভোগান্তিতে পড়েছে। 
 
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে । গ্রাম হবে শহর,  সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম দরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা।