গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে সদর থানার একটি টিম অফিসার ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে জিএমপি, সদর থানাধীন বাহাদুরপুর সাকিনস্থ রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ সেপ্টেম্বর, ২০২৩ইং, রাত ০৮.৪৫ ঘটিকায় ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোঃ সাহিল (২১), পিতা-মৃত সালাউদ্দিন, মাতা-মৃত শিখা আক্তার শিল্পী, স্থায়ী ঠিকানা কুনিয়া তারগাছ, মোনামিয়া রোড (আজিজ মুন্সির বাড়ীর পাশ্বে), উপজেলা/থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, আসামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সদর থানা সহ বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় জিএমপি, সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জিএমপি সদর থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যেকোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিএমপি, সদর থানা পুলিশিং অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম।