ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

গাজীপুরে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ ১২:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে মোবাইল ফোনে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় স্বর্ণা আক্তার সুলতানা (১৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কোড়াপাড়া এলাকার মোহাম্মদ টিপু মিয়ার মেয়ে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে স্বর্ণা তাঁর স্বামী সাফায়েত হোসেনের সঙ্গে গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের পাশে ফুচকার দোকানে আসেন। পরে স্বর্ণা তাঁর মোবাইল ফোনে রেললাইনের একটি ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় ঢাকার কমলাপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ