ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

গাজীপুরের কালিয়াকৈরে নারীকে জোর করে ধর্ষণের চেষ্টা

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘীরপার বটতলা বাজার শাকিব ভিলায় এক নারীকে জোর করে ধর্ষণের চেষ্টা এবং একই নারীকে এলোপাথাড়ি মারার অভিযোগ উঠেছে। শাকিব ভিলার কেয়ারটেকার মোঃ সাইদুলের নামে।
 
না পেরে ইচ্ছে মতো পেটালেন  বাড়ির কেয়ারটেকার। ভুক্তভোগি নারী মোছাঃ দিপা বেগম জানান মঙ্গলবার রাত আনুমানিক ১২.৪০ ঘটিকায় তার পরিচিত মোঃ আলাল মিয়া শাকিব ভিলার ভারাটিয়া।
 
দিপা বেগমকে ফোন করে তার বাসায় ডাকে। পরে দিপা তার সাথে দেখা করতে গেলে আলাল তাকে কুপ্রস্তাব দেয় তাতে দিপা রাজিনা হলে এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে অনেক্ষন ধস্তাধস্তি হয়। তাতেও কোনো কাজ না হলে আলাল শাকিব ভিলার কেয়ারটেকার মোঃ সাইদুল মিয়া কে লোক মারফতে ডেকে আনে।
 
সেও তাকে কুপ্রস্তাব করে এবং এক পর্যায়ে জোর করে ধর্ষন করার চেষ্টা করে তাতে তিনজনে অনেক ধস্তাধস্তি হয় সর্বশেষ কোনো কাজ না হলে সাইদুল মিয়া একটি লাঠি দিয়ে দিপাকে এলোপাথাড়ি মারতে থাকে এবং দিপার শরীরের বিভিন্ন অঙ্গে নিলা ফুলা জখম করে এবং ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। ও নানান ধরনের হুমকি ধামকি দিয়ে বলে পারলে কিছু করে দেখাস।
 
পরে দিপা কালিয়াকৈর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। দিপা বটতলা জুয়েলের বাড়ির ভারাটিয়া তারা তিনজনই গাইবান্ধা জেলার বাসিন্দা।