ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ঘোপালে স্কুলে চুরি, প্রয়োজন নৈশ প্রহরী

সাখাওয়াত হোসেন ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : বুধবার ১৬ নভেম্বর ২০২২ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় খোয়া গেছে  মূল্যবান ল্যাপটপ, প্রিন্টার ও প্রজেক্টের। 
গত বুধবার দিবাগত রাতে চোরেরা স্কুলের রুমের গেইট ভেঙে ভেতরে ঢুকে এসব মূল্যবান জিনিসপত্র নিয়ে জায় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা বেগম।
 
বিদ্যলায়ের প্রধান শিক্ষিকা সালেহা বেগম বলেন,বিদ্যলায়ের নৈশ প্রহরী না থাকায় এমন ঘটনা রাতে কখন ঘটেছে তা সঠিকভাবে জানা যায় নি। সকালে বিদ্যালয়ে যাওয়ার পর দেখা যায় অফিস রুমের পিছনে কলপ্সি গেই ভাংগা এবং ল্যাপটপ, প্রিন্টার ও প্রজেক্টের নাই।এছাড়া চোরেরা স্কুল অফিসের  ঢুকে সকল আসবাবপত্র তছনছ করে রেখে যায়।
স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু বললেন, 
চুরি হওয়া দুঃখের বিষয় আগামীতে চুরি রোধে দরকার একজন নৈশ প্রহরী। 
 
বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল্লাহ জানান, বিদ্যালয়ের চুরি ঘটনা দুঃখ জনক।আমরা এর সুষ্ঠু তদন্ত করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করি।
 
ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মো.সেলিম বলেন,বিদ্যালয় চুরি ঘটনা অবশ্যই দুঃখের বিষয়।আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্ত করবেন বলে আশাবাদী। 
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আসামীদের আটক করতে মাঠে কাজ করতেছে।