চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই চক্রের সদস্যের নাম নুর উদ্দিন রিফাত (২৪)। তিনি নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গেল বছরের ১২ জুলাই মোটরসাইকেল চুরির অভিযোগে এক ভুক্তভোগী মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে একটি ডিসকোভার মোটরসাইকেল এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/একে