ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামের সকল চিকিৎসক কে চমেক হাসপাতালে দায়িত্ব পালনের নোটিশ করেছে সিভিল সার্জন কার্যালয়

রানা সাত্তার,চট্টগ্রাম : | প্রকাশের সময় : সোমবার ৬ জুন ২০২২ ০৩:৪৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ৪৯ আহত প্রায় ৪০০।এই অবস্থায় চিকিৎসা সেবার মানের কথা চিন্তা করে চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে করেছি আহত দেড়শ জনের মতো হবে। কিন্তু আহত আরও অনেক বেশি।চিকিৎসা দিতে দিতে আমাদের বহু ডাক্তার ইতিমধ্যে অসুস্থ হয়ে পরেছেন।আরো প্রচুর আমরা ব্যাবস্থা করছি। এখানে অনেক চিকিৎসক এরই মধ্যে চলে এসেছেন। আমরা অন্যদেরও আসার আহ্বান জানিয়েছি। হাসপাতালের সব চিকিৎসক, নার্স রোগীদের সেবায় আছেন। আমরা ভিড় কমিয়ে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।সবাই চিকিৎসকদের সহায়তা করুন।এদিকে এরমধ্যে , আগুনে অন্তত ৪৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য,শনিবার রাত ১০,টা থেকে এই রিপোর্ট লিখাব্দি থেমে থেমে অনেকে কন্টেইনারে আগুন এখনো জ্বলছে। ইতিমধ্যে আহত ৪০০ হওয়ার পরও নিখোঁজের সংখ্যা এখনো অজানা।রাত দিন কাজ করছে ফায়ার ফাইটার, বাংলাদেশ নেভী,বাংলাদেশ সেনাবাহিনীর, র‍্যাব,পুলিশ,সাংবাদিকসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। 

ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ টিমের মতে আরো অনেকে কন্টেইনারে আরো ক্যামিকেল আছে বলে ধারনা।তাদের মতে প্রায় ৫০হাজার কন্টেইনার বিএম ডিপোতে রয়েছে।