ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চান্দিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৮:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চান্দিনাস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজাজামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

এসময় তিনি বলেন, শেখ মুজিব বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, বাংলাদেশ স্বাধীন হোক সে চায়নি। সে চেয়েছে পাকিস্তানের মুখ্য মন্ত্রী হতে। শেখ মুজিব পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সমঝোতা করে পাকিস্তান চলে গেছেন। তিনি পাকিস্তান চলে যাওযার পরে শেখ হাসিনাসহ তার পরিবারকে পনের শত টাকায় পাকিস্তান সরকার একটা বাসা ভাড়া করে দিয়েছে। আসলে তারা ছিল মূলত পাকিস্তানের পক্ষের লোক। এরপর এ দেশের মানুষের উপর পাকিস্তানীরা নির্যাতন, হত্যা লুটপাট শুরু করে দেয়।

এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন- বিএনপির কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, সৈয়দ তৌফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন, আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিনসহ অনেকে।

পরে পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সহিদুল ইসলাম।

বায়ান্ন/প্রতিনিধি/একে