ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১
শীতার্তদের পাশে উপজেলা কৃষকলীগ

চুনারুঘাটে ৩‘শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) : | প্রকাশের সময় : শনিবার ১০ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে ৩০০ জন শীতার্ত কৃষক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

 

শনিবার (১০ ফেব্রুয়ারী) চুনারুঘাটের মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে উপজেলা কৃষকলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের পরিচালনা ও সিনিয়র সহ-সভাপতি মো: হানিফ মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি। 

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যান সমিতি'র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ ও ১০টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কৃষকলীগের নেতৃবৃন্দরা। 

 

সভা শেষে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে উপস্থিত ৩০০ জন অসহায় ও হতদরিদ্র কৃষক পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।