ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

চুরি যাওয়া চারটি গরু উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৯ জানুয়ারী ২০২৪ ০৫:১৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

চুরি হয়ে যাওয়া চারটি চোরাই গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার-সহ গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার ২৮ জানুয়ারি ২০২৪ইং, সকালে আটকৃত দু’জনকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

আটকৃত দু’জন হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার, ৪নং সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকার মোঃ খলিল মিয়া'র ছেলে মোঃ রুমান মিয়া (৩৫)। অন্য একজন ষাড়েরগজ এলাকার মোঃ আব্দুল খালেক এর ছেলে মোঃ সোহেল মিয়া (২১)।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গতকাল (২৭ জানুয়ারি) শনিবার রাত সাড়ে ১২টার সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকা থেকে ৪টি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। এসময় গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে রুমান মিয়া (৩৫) ও সোহেল মিয়া (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গত ২১ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের অন্তর্গত ১৫ নং সেকশনের লিফ হাউজের সামনে বিদ্যাবিল চা বাগানের ভিতর থেকে সতিশ রায় ঘাটুয়া নামের এক ব্যক্তির একটি গাভী গরু চুরি হয়। এ ঘটনায় সতিশ রায় ঘাটুয়া শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে বাদীর চোরাই হওয়া ০১টি গাভী গরু-সহ মোট চারটি গরু উদ্ধার করা হয়। গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।