ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ছাগলনাইয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাখাওয়াত হোসেন ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : বুধবার ২৩ নভেম্বর ২০২২ ০৯:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ছাগলনাইয়ায় (২০২০-২৩) রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ডাল, খেসারি ডাল ও সবজি বীজের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের করা হয়েছে।
 
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে 
কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোমিতা দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান  মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান  এনামুল হক মজুমদার ,মহিলা ভাইস চেয়ারম্যান  বিবি জুলেখা শিল্পী ,
উপজেলা কৃষি অফিসার সফাকাত রিয়াদ।এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার প্রধান করা হয়।
 
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সফাকাত রিয়াদ বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় এই বছর ছাগলনাইয়া উপজেলায় ১ হাজার ৪২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে  সরিষা, ভুট্টা, বাদাম, গম, মসুর, খেসারী, পেঁয়াজ, সূর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হবে।