চলতি অর্থ বছরে রবি মৌসুমে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শস্যবীজ ও সার বিতরণ করা হয়েছে। যেমনÑ গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও মুগ ফসলের বীজ এবং ডিএপি ও এমওপি সার।
জামালপুর পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের সর্বমোট ১৩ হাজার ৮’শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ সহায়তা পেয়েছে। তন্মধ্যে ১ হাজার ৯’শ জনে গম, ৮’শ জনে ভূট্টা, ১১ হাজার জনে সরিষা, ৫০ জনে চিনাবাদাম, ১’শ ১০ জনে শীতকালীন পেঁয়াজ, ১০ জনে মসুর ও ১০ জনে মুগ ডাল বীজ পেয়েছে। উল্লেখ্য, গমবীজের ক্ষেত্রে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার পেয়েছে। ভূট্টাবীজের ক্ষেত্রে জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার পেয়েছে। সরিষাবীজের ক্ষেত্রেক্ষেত্রে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার পেয়েছে। চিনাবাদামের ক্ষেত্রে জনপ্রতি ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ এমওপি সার পেয়েছে। শীতকালীন পেঁয়াজের ক্ষেত্রে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার পেয়েছে। মসুর ডালের ক্ষেত্রে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ এমওপি সার পেয়েছে এবং মুগডালের ক্ষেত্রে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ এমওপি সার পেয়েছে। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারের কৃষি সহায়তায় বিনামূল্যে এ সব শস্যবীজ ও সার পেয়ে খুশি। তাই তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ।