ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জামালপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন যারা

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ০৭:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের কোন আসনে কে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবেন? এ নিয়ে বিভিন্ন মহলে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছিল। অবশেষে রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক ঘোষিত তালিকার মাধ্যমে এ নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের জনপ্রিয়তা, দলের সাথে সম্পৃক্ততা, করোনাকালীন পরিস্থিতিতে ভূমিকা ও ব্যক্তি ইমেজসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে মানদন্ড হিসেবে ধরা হয়েছে। সে অনুযায়ী দেশব্যাপী আসনগুলোতে প্রার্থী মনোনয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম উল্লেখ করা হলো: 

জাতীয় সংসদ-১৩৮, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ), নূর মোহাম্মদ (ভালুক)। জাতীয় সংসদ-১৩৯, জামালপুর-২ (ইসলামপুর), ফরিদুল হক খান (দুলাল)। জাতীয় সংসদ-১৪০, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), আলহাজ্ব মির্জা আজম। জাতীয় সংসদ-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী), মাহবুুবুর রহমান (হেলাল)। জাতীয় সংসদ-১৪২, জামালপুর-৫ (জামালপুর সদর), আবুল কালাম আজাদ।