ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

জামালপুরে মাদকের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন

জামালপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১০ মে ২০২৩ ১২:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
জামালপুর শহরে মাদকসেবনের আসরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক চান মিয়াকে আটক করেছে সদর থানা পুলিশ। ৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জামালপুর শহরের বাসিন্দা হাবিল ও চাঁন মিয়া দুইজনই রং মিস্ত্রির কাজ করতেন। দুজন দুজনের বন্ধু । মঙ্গলবার রাতে দুজনই জামালপুর শহরের মেথর পট্রিতে মদ খেতে যায়। মদের আড্ডায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে ছুরিকাঘাত করে। ফলে গুরুত্বর আহত হয় হাবিল। পরে স্থানীয় লোকজন আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়। হাসপালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত হাবিল জামালপুর শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। এব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঘাতক চান মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।