জুয়ার আসর থেকে নড়াইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাসুদ রানা বাবলুসহ (৫০) সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ মে) রাতে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রাম গরুর খামার থেকে তাদের গ্রেফতার করা হয়। কাউন্সিলর বাবলু নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার সৈয়দ নওশের আলীর ছেলে। এ সময় ৫৩ পিস ইয়াবা, তাস, সাত হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করে পুলিশ।
বাবলু ছাড়াও অন্যরা হলেন-লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের জুনায়িদ শেখ (৩৯), সাদ্দাম শিকদার (২৮), মাকড়াইল গ্রামের রবিউল ইসলাম (৪২), তাইফুর শিকদার (২৭), ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ধুলজুড়ি গ্রামের রনজু সরদার (৪২) এবং কাবুল শেখ (৩০)।
ডিবি পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক ও জুয়া আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। #