ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে অবৈধ পাথর জব্দ, নিলামে বিক্রয়

জৈন্তাপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০৩:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন




 সিলেটের জৈন্তাপর উপজেলার নিজপাট গোয়াবাড়ী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী পাথর খেকু চক্র।

অবশেষে উপজেলা প্রশাসন অভিযান করে অবৈধ পাথরগুলো জব্দ করা হয়। পরে নিলামে ১ লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ৩০ মার্চ বুধবার দুপুর ১টায় উপজেলার গোয়াবাড়ী এলাকায় অভিযান করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী।

এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দিদার সহ পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা কালে গোয়াবাড়ী এলাকা হতে প্রচুর পাথর জব্দ করা হয়। দুপুর ২টায় জব্দকৃত পাথর প্রকাশ্যে নিলামে ১লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়। সেই সাথে নিলামে ক্রেতা পাথর ব্যবসায়ী আবুলকে সকাল ৮টা হতে বিকাল ৬টার মধ্যে নিলামের পাথর স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বেশ কিছু পাথর জব্দ করা হয়েছে। এখন হতে নিয়মিত গোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হবে এবং জব্দকৃত পাথর নিলামে বিক্রয় করা হয়েছে।