ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১২ মে ২০২৩ ১২:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ফুলি থাতুন (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।  
 
ফুলি খাতুন ওই গ্রামের খেলাফত মন্ডলের স্ত্রী। 
 
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, রাত ৩টার দিকে খেলাফত মন্ডলের গরুর গোয়ালে আগুন লাগে। ঘটনার পর গ্রামবাসী এসে আগুন নেভাতে সক্ষম হয়। গোয়ালের পাশেই ছিল ফুলি খাতুনের থাকার জায়গা। এ ঘটনায় তিনি দগ্ধ হন। পরবর্তীতে সকালের দিকে তিনি মারা যান। 
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর সেখানে গিয়েছিলাম। যেয়ে দেখি, গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে মূলত আগুন লাগে। গোয়ালের পাশেই ছিল ফুলি খাতুনের শোবার জায়গা। সেই আগুনে তিনি দগ্ধ হন। পরিবারের স্বজনরা তাকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় বের করেন। পরে তিনি নিজ বাড়িতেই মারা যান। 
 
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।