ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ ০৩:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহে নতুন নিয়োগ প্রাপ্ত জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও ফিল্ড অফিসারদের নিয়ে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী বুধবার অনুষ্ঠিত হয়েছে।


তিন দিন ব্যাপী সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নতুন নিয়োগ প্রাপ্ত জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও ফিল্ড অফিসারদের নিয়ে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিও সংস্থার প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজগর আলী। সেসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার আইন উপদেষ্টা মোহাম্মদ টিপু সুলতান, প্রশিক্ষক আলীউজ্জামান শেখ। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করে সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের পুরস্কৃত করা হয়।