ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে প্রয়াত যুবদল নেতা নুরুল হক মুকুলের স্মরণসভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলা যুবদলের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি শহীদ নুরুল হক মুকুলের ৪৩ তম স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।
স্মরণসভায় নুরুল হক মুকুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন লন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদি ইপিআর। ৪৩ বছর আগে আততায়ীদের হাতে নিহত হয় সেই সময়ের জলা যুবদলের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি শহীদ নুরুল হক মুকুল।