ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আবুল হাসেম (৩৫) নামের একজন নিহত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এসময় আহত হয়েছে আরও ৫ জন পরিবহন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত হাসেম উপজেলার শ্যামকুড় কাঠালবাগান পাড়ার বাসিন্দা।
মহেশপুর ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সন্ধ্যা ৭টার দিকে নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথিমধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌঁছালে জিন্নাহনগর থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক্টরচালকের সহকারী হাসেমের মরদেহ উদ্ধার করেন।