ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এইচএসএস সড়কের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।
তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন - জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, খুব জাঁকজমকের সঙ্গে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুধু দোয়া মাহফিল করছি। বিপুল অংকের বেঁচে যাওয়া টাকা বন্যাদুর্গতদের জন্য ব্যবহার করা হবে।
তারা বলেন, আপনারা ধৈর্য ধরেন। কোনো বেপরোয়া কর্মীদের সমর্থন দেবেন না। কখনই ভিন্ন দলের কোনো নেতা বা কর্মীদের সুযোগ দেবেন। সামনে সুদিন আসছে। এখন শুধু প্রতীক্ষার পালা।
‘আপনারা গত ১৫ বছর যে নির্যাতনের শিকার হয়েছেন তা কোনোভাবেই কাম্য ছিল না। এ কারণে শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। পাচার হয়ে যাওয়া কোটি কোটি টাকা দেশে ফেরাতে হবে।’