ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ (১৯) নামের এক আহত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ-মাগুরা সড়কের পবহাটি নামক স্থানে সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
আকাশ ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার আনুমানিক সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ আরাপপুর থেকে বাড়ি আসার পথে সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর তাকে ধরাধরি করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায়। বাদ আসর পবহাটি বলফিল্ড মাঠে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ ব্যাপারে ঘটনা শুনেছি। পুলিশ হাসপাতালে গিয়েছিল। লাশ বর্তমানে তার বাড়িতে আছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।