টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মধুমিতা মেহের নিগার স্কুল সংলগ্ন এলাকায় সিফা আক্তার (১৪) নামে এক কিশোরী ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৬ অক্টোবর ২০২৩ইং শুক্রবার রাত আনুমানিক ১১ টার সময় টঙ্গীর আরিচপুর মধুমিতা রোড জৈনক মাহফুজুর রহমানের বাড়িতে ভাড়া বাসার চতুর্থ তলায় এই ঘটনাটি ঘটে । নিহত সিফা আক্তার লালমনিরহাট জেলার শহীদ শাহজাহান কলোনির সাগর আহমেদের মেয়ে তার মায়ের নাম নীলা বেগম।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিশোরী সিফা আক্তার তার মায়ের সাথে অভিমান করে, রুমের দরজা বন্ধ করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই সাফায়াত হোসেন বলেন নিহতের সংবাদ পেয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করিয়া ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি।পরবর্তীতে লাশের সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মউদ্বোধন করে ছাড়লো নাকি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।