ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০৩:১৪:০০ অপরাহ্ন | গণমাধ্যম

“পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালের অধ্যাপক ডাঃ এ এস এম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র ম্যানেজার মীর জালাল আহমেদ, লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি সৈয়দ আবদুর রহমান, অধ্যাপক আব্দুল রাজ্জাক, ছায়াবীথির উপদেষ্টা আজহারুল ইসলাম খান, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী, বেলার গৌতম চন্দ্র, ইকো ব্লকের সামীম হোসেন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ (বাপা)’র সদস্য সহিদ মাহমুদ। এতে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা), সবুজ পৃথিবী , গ্রীণ ক্লাব, মানব প্রগতি সংঘ, সেবক, লৌহজং নদী সুরক্ষা কমিটিসহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।