ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ৮ মে ২০২৩ ০৬:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে  হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

 

সোমবার বিকেলে  উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমিমীর কামরুজ্জামান কবির।

 

এসময় গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানীসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমিমীর কামরুজ্জামান কবির জানানমেয়াদোত্তীর্ণ ওষুধকসমেটিকস সামগ্রীহাঁস মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বি.কে ফার্মেসিকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও জানানজরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এধরনের কার্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে বলেও জানান তিনি।