জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল,জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা।
এ সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা বলেন, ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনও অনেক খুনি বিদেশে পালিয়ে আছে। তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
নুরুল মোস্তফা আরও বলেন, ‘ছাত্রলীগ লোক দেখানো নয়, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। জাতির যে কোনো পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের বিলিয়ে দেয় জনসাধারণের জন্য। টেকনাফ উপজেলার সব নেতাকর্মী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
নুরুল মোস্তফা বলেন, ‘আপনারা দেখেছেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকে টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, জনসচেতনতাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছি। সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম,থাকবে, এটাই ছাত্রলীগের শিক্ষা।’
পরবর্তীতে একই সঙ্গে ১৫ আগস্টে নিহত এবং শেখ হাসিনার পরিবারের প্রতি দির্ঘায়ু কামনা সহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।