কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপির কাটাবুনিয়া এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা সহ ৫ জন মাদক পাচারকারী কে আটক করেছে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন লাবিব উসামা আহমাদুল্লাহ।
আটককৃতরা হলেন, মোঃ ইলিয়াস(৪০), মোঃ রবি আলম(১৮), মোঃ জালাল আহমেদ(৫০), মো.ওমর সিদ্দিক(১৮) ও মো.আলম(২৫)। তারা সকলের উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর আড়াইটার দিকে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে উপজেলার সাবরাং কাটাবুনিয়া সাগর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারের জলসীমা থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় আসতে দেখা দিলে নৌকাটির গতিবিধি সন্দেহ মনে হলে কোস্ট গার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত নৌকাটি তল্লাশী করে ৫৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জন ইয়াবা পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবা ও ইয়াবা পাচারকারীসহ ব্যবহৃত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।