ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১
এইচএসসি’র ফলাফল

ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ

কামরুল হাসান, জামালপুর: | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৪:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের মোট ২১৭ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ১ জন জিপিএ-৫ ও ৪০ জন এ গ্রেডসহ ১৪৫ জন পরীক্ষার্থী পাশ করে। আর ৭২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। শতকরা পাশের হার ৬৬.৮৮। অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার তার প্রতিক্রিয়ায় জানান, জিপিএ-৫ এর সংখ্যা আরও বেশির আশাবাদী ছিলাম। তবে করোনার কারণে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারে নি। যাতে ভবিষ্যতে ফলাফল আরও ভালো হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।