ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ডা. অসিত মজুমদার পূণরায় ঢাকায় অনুভবের চিকিৎসা সেবা সেলের প্রধান নির্বাচিত।

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট। | প্রকাশের সময় : শনিবার ২৬ নভেম্বর ২০২২ ০৯:২৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

 
রায়পুরের কৃতি সন্তান ডা. অসিত মজুমদার পূণরায়  অনুভবের চিকিৎসা সেবা সেলের প্রধান নির্বাচিত হন।গত শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ মহানগর নাট্যমঞ্চ  গুলিস্তান, ঢাকায় প্রায় ২০ হাজার সদস্যের অনুভব বহুমুখী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা ও রজতজয়ন্তীতে ডা. অসিত মজুমদারের পরিচালনায়  চিকিৎসা সেবা সেল ফ্রি ডায়াবেটিস চেকআপ,  উচ্চরক্তচাপ মাপাসহ  সাধারণ চিকিৎসা প্রদান করা হয়। এদিন  অনুভবের রজতজয়ন্তী উপলক্ষে কয়েকশত  রোগীকে সাধারণ চিকিৎসা  সেবা দেয়া হয়। 
 
চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত  অন্যান্য চিকিৎসকগণ হলেন ডা. হরষিত বাড়ৈ, ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ডা. রঞ্জিত,কুমার মিশ্রী, ডা. বিনয় কুমার মন্ডল, ডা. রীণা রাণী ভৌমিক, ডা. অরুণ কুমার ঘটক, ডা. শর্মিষ্ঠা বাড়ৈ, ডা. সেতু মন্ডল,  ডা. বৈশাখী হালদার, ডা. সজিব কুমার বাড়ৈ ও ডা. উর্বশী দেবনাথ, ডা. লক্ষণা চন্দ্র বাড়ৈ,  ডা. তন্দ্রা রাণী বিশ্বাস, ডা. হাওলাদার সুদ্বীপ্ত দেব , ডা. নিপা রাণী মন্ডল,ডা. অসীম কুমার মজুমদার,  ডা. ভবানন্দ বাড়ৈ, ডা. সনজিত কুমার বাড়ৈ, পারুল রায়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, প্রেসিডিয়াম সদস্য,  বাংলাদেশ আওয়ামীলীগ, চেয়ারম্যান,  স্থায়ী কমিটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,  সাবেক নৌ মন্ত্রী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ড. শ্রী বীরেন সিকদার এমপি সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  এবং  শামীমা আক্তার খানম এমপি সংরক্ষিত আসন ২১, যুগ্ম- সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ, অনুষ্ঠানের  উদ্বোধকের দায়িত্বে ছিলেন ,শ্রী জে এল ভৌমিক
প্রতিষ্ঠাকালীন সভাপতি, অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
 
 অনুভব বহুমুখী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা এবং রজতজয়ন্তীতে সভাপতিত্ব করেন সাবেক সচিব অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শ্রী হীরালাল বালা ও স্বাগত বক্তব্য রাখেনঅনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক শ্রী অতুল মন্ডল।