ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে ওয়েবসাইট ও হট লাইন সেবা চালু করেছে বিএনপি

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ০৪:১৫:০০ অপরাহ্ন | রাজনীতি

ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা ও রক্তের জন্য হট লাইন এবং ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।  

সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এ কার্যক্রম চালু করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চিকিৎসকরা যেমন ছাত্র আন্দোলনে আহতের পাশে দাঁড়িয়েছে তেমনি আজকে ডেঙ্গু আক্রান্ত নগরবাসীসহ দেশবাসীর পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য সরকারকে বড় উদ্যোগ নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জানমালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।

রিজভী অভিযোগ করেনন, সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন, কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। ডেঙ্গুতে প্রতিদিন ১০ জন ১২ জন করে মারা যাচ্ছেন বলেও উল্লেখ করেন এই নেতা।

বিএনপির সিনিয়র এই নেতা আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। চিকিৎসকরাও কাজ শুরু করেছে। বিশেষ করে ঢাকার দুই সিটির মেয়র ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ডেঙ্গু সচেতনতায় কাজ করছে। ডেঙ্গু রোগীদের জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্লাড সংগ্রহের কাজ শুরু হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় হট লাইন চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ডেঙ্গু সচেতনতায় দুই সপ্তাহ ধরে আমরা নগরবাসীকে সচেতন করার জন্য বিভিন্ন লিফটলেট বিতরণ করে যাচ্ছি। সেই সঙ্গে এডিস লার্ভা ধ্বংস করার জন্যও কার্যক্রম হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, তাবিথ আউয়াল, আমিনুল হক, এস এম জাহাঙ্গীরসহ আরও অনেকে।