ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন ঝিনাইদহের কৃতি সন্তান তানভীর হাসান জিসান হাই।
তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই’র সন্তান। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪ টায় তিনি এ দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন’র ট্রেজারার জিওফ্রে চার্লস ভস’র হাত থেকে সনদ গ্রহণ করেন।
জিসান হাই ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ঝিনাইদহ কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। পরবর্তীতে ২০১৮ ইউনিভার্সিটি অব লন্ডন (ইউকে) থেকে আইনে অনার্স, ২০২০ সালে ইউনিভার্সিটি অফ বিইউপি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ল, ২০২১ ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে কর্মাসিয়াল ল’তে মাস্টার্স, ২০২৩ সালে ইউনিভার্সিটি অব বিপিপি থেকে এলএলএম বিপিটিসি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন।
ব্যারিস্টার তানভীর হাসান জিসান হাই বলেন, “আমার এই অর্জিত জ্ঞান ও ডিগ্রীর সমন্বয়ের মাধ্যমে আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ করে আমার জন্মস্থানের মানুষের সহযোগিতামূলক আইনগত সেবা প্রদান করে যেতে চাই”। এই যাত্রায় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবা, পরিবারের সদস্যসহ শিক্ষকদের প্রতি।
তানভীর হাসান জিসান হাই’র এই অর্জনে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।