ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

তাহিরপুরে ইউপি সদস্য জেলহাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জানুয়ারী ২০২৪ ০৪:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের তাহিরপুরে জামাল মিয়া(৩৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তর করে জেলহাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য ও রজনী লাইন গ্রামের মো. রেনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২৬ নভেম্বর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে দু-পক্ষের মধ্যে মারামারি এঘটনায় মহিলাসহ ১৫জন আহত হয়। এই ঘটনায় লিটন মিয়া ১৩জনকে আসামি করে বাদী হযে মামলা দায়ের করে। এই মামলায় জামাল মিয়াকে রবিবার রাতে আটক করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, জামাল মিয়াকে আটক করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।