ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

থানচি হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট উদ্বোধন

থানচি (বান্দরবান) প্রতিনিধি, | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৯:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
বান্দরবান থানচিতে পুলিশ তত্ত্বাবধানে প্রাকৃতিক মনোরম পরিবেশে পুলিশের অর্থায়নে নির্মিত থানা সংলগ্ন হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে থানচি থানা আয়োজনে থানা সংলগ্ন হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট শুভ উদ্বোধন করেন, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি)  ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, সদর দপ্তর রেঞ্জের ডিআইজি মাহাবুব রহমান, বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ ও থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) সুদ্বীপ রায় প্রমুখ।
উদ্ভোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন, আধুনিক প্লাট ফর্মে নির্মিত হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট এ এলাকায় বেড়াতে আসা নাগরিকদের জন্য এক মাইল ফলক উন্মোচন হলো।
প্রাকৃতিক লিলা ভূমি সৌন্দর্য পাহাড়ের এক রূপ অন্যদিকে দক্ষিণাঞ্চলে,  উত্তরাঞ্চলের আর এক রূপ। পর্যটন বিকাশে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। নিরাপত্তার সাথে দেশের সকল স্থানে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের পক্ষে যা যা করণীয় তা করা হবে।
হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট এ মনোরম পরিবেশে রাত্রির যাপনের সুব্যবস্থা। রয়েছে আধুনিক খাবারের সুদক্ষ কারিগর দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। প্রাকৃতিক ঝর্ণা, সুইমিং পুলসহ আকর্ষণীয় সব আধুনিক সুব্যবস্থা।