ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ চট্টগ্রামে এইচএসসিতে পাশের হারে সেরা বাঁশখালী মাস্টার নজির আহমদ কলেজ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৯:১৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার রেজাল্টে দক্ষিণ চট্টগ্রামে ৯ম বারের মত প্রথম স্থান অর্জন করে সাফল্য ধরে রেখেছেন বাঁশখালী নাপোড়া মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে ৩১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৯৬ জন পাস করেছে। কলেজের পাশের হার ৯৩.৬৭%। চট্টগ্রাম জেলার পাসের হার হচ্ছে ৭০.৩২%। এই কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন পরীক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ মো: আবদুল কাদের জানান, টানা ৯ম বারের মত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ দক্ষিণ চট্টগ্রামে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। এই কৃতিত্বের জন্য তিনি শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী এলাকাবাসী ও পরিচালনা কমিটি তথা মাস্টার নজির আহমদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

কলেজ সূত্র জানায়, ২০০৭ সালে প্রতিষ্ঠিত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের বর্তমান শিক্ষার্থী সংখ্যা সহস্রাধিক। শিক্ষক কর্মচারী সংখ্যা ৪৭ জন।

এর মধ্যে ২১ জন শিক্ষক নন এমপিও। এদের বেতন ভাতা মাস্টার নজির আহমদ পরিবার বহন করে থাকে।

এলাকাবাসী জানান, এবছর মাস্টার নজির আহমদ কলেজের শিক্ষার্থীদের দ্বারা অর্জিত অসাধারণ এইচএসসি ফলাফলে কলেজ কর্তৃপক্ষের সাথে বাঁশখালীবাসী গর্বিত। এই সাফল্য অত্র কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকার নিরলস চেষ্টা আর প্রতিভাবান ছাত্রদের কঠোর পরিশ্রমের প্রতিফলন।

মাস্টার নাজির আহমেদ কলেজের মানসম্মত শিক্ষা প্রদানে আপনাদের প্রতিশ্রুতি অনেকের জীবনকে বদলে দিয়েছে এবং বাঁশখালীর অগণিত শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিয়েছে।