ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

দিনাজপুরের নবাবগঞ্জে কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত

ফখরুল হাসান পলাশ দিনাজপুর | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

আবহাওয়া পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে প্রাকৃতিক দূর্যোগ। আর এই প্রাকৃতিক দূযোগ ও বজ্রপাত থেকে বাঁচতে বেশি বেশি ফলজ, বনজসহ তাল গাছ রোপনের বিকল্প নেই। এরই ধারাবহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন রাস্তার পাশে এবং প্রতিষ্ঠান চত্ত্বরে গাছের চারা ও তালবীজ রোপন কর্মসুচীর আয়োজন করে কালের কন্ঠ শুভসংঘ।

রোববার দুপুরে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে নবাবগঞ্জ থানা ও উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ফলজ, ঔষধি গাছের চারা এবং উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পার্শ্বে তালবীজ রোপন করা হয়। এ সময় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, ওসি তদন্ত মমিনুজ্জামান, এসআই মামুন, সহকারী অধ্যাপক খায়রুল আলম, সাংবাদিক সুলতান মাহমদ, ফরিদুল ইসলাম, শুভ সংঘের উপজেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক সহ শুভ সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।