ঢাকার দোহার উপজেলায় গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি-এর আয়োজনে বিশ্ব স্বাক্ষরতা দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে উপজেলার জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাছির উদ্দিন পল্লব সহ স্থানীয় প্রতিনিধি মো. মইনুল হোসেন, শিক্ষক আরিফ মিয়া প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ-এর দোহার সিডিপি’র ম্যানেজার শাহরিয়ার হোসেন।
সিমবোসিস বাংলাদেশ দোহারের প্রজেক্ট ম্যানেজার মো. আবুল কালামের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শিক্ষা এবং স্বাক্ষরতা অভিযান এগিয়ে নিতে আগামীর যুবসমাজকে এগিয়ে আসতে হবে। শুধু সভা, সেমিনারে আবদ্ধ না হয়ে প্রত্যেককে যে যার অবস্থানে থেকে শতভাগ স্বাক্ষরতার দেশ প্রতিষ্ঠায় কার্যক্রম চালিয়ে যেতে হবে।