বগুড়ার ধুনটে নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আল আমিন মন্ডল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গোসাইবাড়ি গ্রামের পূর্বপাড়া এলাকার আফছার আলীর ছেলে ও গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য।
থানা পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৫ জানুয়ারী নৈশপ্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট। ওই পদে পাঁচ প্রার্থী আবেদন করে। গত ৭ জুলাই শুক্রবার ওই ইন্সটিটিউট কেন্দ্রে নিয়োগ পরীক্ষায় যুবলীগ নেতা আল আমিনসহ চার প্রার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে অসুদোপায় অবলম্বনের দায়ে আল আমিনকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় আল আমিন বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ইউএনও তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
নিয়োগ কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে আল আমিনকে বহিষ্কার করা হয়। পরে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ওই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান জোবায়ের আহম্মেদের অভিযোগের ভিত্তিতে আল আমিনকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে ৮ জুলাই শনিবার বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।