ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নতুন দায়িত্বে ভারতের সাইবার সুরক্ষায় রাশমিকার যাত্রা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ ০২:২৯:০০ অপরাহ্ন | বিনোদন

ডিপফেক ভিডিও নিয়ে সাইবার অপরাধের শিকার হয়েছেন বহু নারী তারকা, যার মধ্যে অন্যতম দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো তার বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। এরপর একে একে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং কাজলসহ আরও অনেক তারকাকে ঘিরেও ডিপফেক ভিডিও তৈরি হয়।

এই হুমকির মুখে এবার ডিপফেক রোধে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, যাকে কেন্দ্রীয় সরকার সাইবার সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করেছে। 'পুষ্পা' ও 'অ্যানিম্যাল' খ্যাত রাশমিকা দেশ থেকে সাইবার অপরাধ দূর করতে সরকারের প্রচারণায় অংশ নেবেন।

ডিপফেক প্রযুক্তি ২০১৭ সালে প্রথম সামনে আসে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে মুখের অভিব্যক্তি, ভয়েস প্যাটার্নসহ বিভিন্ন বৈশিষ্ট বিশ্লেষণ করে জাল বা বিকৃত ভিডিও তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া এসব ভিডিও শুধু তারকাদের ব্যক্তিজীবনকেই নয়, বরং সমাজের নৈতিকতাকেও প্রশ্নের মুখে ফেলে।

ডিপফেকের বিরুদ্ধে লড়াইয়ে রাশমিকা মান্দানার এই নতুন উদ্যোগ সাইবার অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 

বায়ান্ন/শাহেদ