ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

নতুন মুখ: সিলেট-৩ আসনে হাজী তোফায়েল আহমদ

এমএ রহিম, সিলেট: | প্রকাশের সময় : বুধবার ১৯ অক্টোবর ২০২২ ০৯:৪৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

জাতীয় সংসদ নির্বাচনের বাকি আরো এক বছর তিন মাস। কিন্তু এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামীতে কোন্ দল থেকে কে মনোনয়ন পাবেন তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কোন্ এলাকায় কে এমপি নির্বাচিত হলে জনস্বার্থ প্রধান্য পাবে তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। এই আলোচনায় উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা। স্থান পেয়েছে নতুন নেতৃত্বের নাম।

সিলেট অঞ্চলও ওই আলোচনা থেকে পিছিয়ে নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আলোচনায় অংশ নিচ্ছেন। এই আলোচনার মধ্য দিয়েই বের হয়ে আসছে জনবান্ধব প্রার্থীদের নাম।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। এই আসনে আওয়ামী লীগসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে আসছে।

স্থানীয়রা আগামী সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জনবান্ধব প্রার্থী কামনা করছেন। এই আলোচনায় স্থান পেয়েছেন জাতীয় পার্টির নেতা হাজী তোফায়েল আহমদ।

স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেছেন, সিলেট-৩ আসনে জাতীয় পার্টির যোগ্য প্রার্থী কেন্দ্রীয় নেতা হাজী তোফায়েল আহমদ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া পল্লী বন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক। সেই সঙ্গে সিলেট জেলা পল্লী বন্ধু পরিষদের আহŸায়ক। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। সিলেট-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবদুল মুকিত খানের ভাতিজা হলেন তোফায়েল আহমদ।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা বলেছেন, সফল ব্যবসায়ী তোফায়েল আহমদ বাংলাদেশ ও যুক্তরাজ্যে জাতীয় পার্টির রাজনীতির সাথে গভীরভাবে জড়িত। পল্লী বন্ধু এরশাদের আদর্শ বিস্তারে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

অসহায় মানুষকে সহযোগিতা করার জন্যে তিনি প্রতিষ্ঠা করেছেন হাজী তোফায়েল আহমদ ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে কোরানা দুর্যোগের সময় ঘরবন্ধী মানুষকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। এছাড়া তিনি নিজেও ব্যক্তিগতভাবে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এ বছরের ভয়াবহ বন্যার সময় হাজী তোফায়েল ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সামাজিক ও রাজনীতিক কারণে তোফায়েল আহমদ দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি থেকে তোফায়েল আহমদকে কামনা করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন তোফায়েল আহমদ। সোমবার রাতে দৈনিক বায়ান্নের সাথে কথা হয় তোফায়েল আহমদের। তিনি জানালেন আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন। মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবেন।