ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

কালকিনিতে বোমা হামলায় যুবক নিহত

শরীফুল ইসলাম সুজন,মাদারীপুর | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০৯:০৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল হামলায় সুজন সরদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের মো. মিজান সরদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইউম মৃধা ও মিরাজ সরদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার দুপুরে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ককটেল হামলার ঘটনা ঘটে। এসময়  সুজন সরদারসহ ৫ জন ককটেল হামলায় আহত হয়।  খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির দৈনিক বায়ান্নকে জানান,অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সুজন সরদার নামে এক যুবক ককটেল হামলায় আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।

 

বায়ান্ন/এসএ